ছোঁয়া
একমুঠো শাপলা ফুলের শ্রাবণ স্বপ্ন বিছিয়ে, আমি আজও তোমার পথ দেখি। মেঘমেদুর আকাশে আমার গাঙচিল দু'চোখ হারিয়ে যায় অসীম শূন্যতায়। আলতা পায়ের সেই ধূসর সামিয়ানা যত্নে তুলে রেখেছি ন্যাপথলিন ভরে; অন্তর্লীন ক্যানভাসে কেঁপে ওঠে তোমার ঠোঁট, আমার জমাট নীল হৃদয়ের টুপটাপ রক্তক্ষরণ। তোমার গোলাপি আঁচলে বেহাগ সুরের মূর্ছনা, মনের চিলেকোঠায় আলগোছে বাজে গুনগুন। বিশল্যকরণী দিনগুলোর ছোঁয়ায় আমি জেগে উঠি প্রতিবার, কুয়াশার মতো কেটে যায় সব বিষ। শব্দ মিছিলের ব্যাপক জোয়ারে দিশেহারা আমার কলম, নিঠুর শ্রাবণ ঢেউয়ে ভেসে গেছে যত শাপলা, খন্ড মেঘের দৌরাত্ম্যে ঘোলাটে জলছবি, তোমায় নিয়ে কত কবিতা ভ্রূণ হয়েই হারিয়ে গেছে... তোমাকে আমি ছুঁতে পারি না।