তবু আগমনী বাজে..

 তবু_আগমনী_বাজে..

শরতে আজ অকাল গ্রীষ্ম, জ্বলে ছাই হয়েছে পৃথিবীর ফুসফুস।
কংক্রিটের চক্রব্যুহে অহরহ লুটিয়ে পড়ে উপেক্ষিত সবুজ।
আমাজনে জ্বলন্ত শিখা সেজেছে প্রলয়ঙ্করী সাজে,
ধোঁয়াশায় রুদ্ধশ্বাসে, মনের আকাশে তবু আগমনী বাজে।
টেলিভিসনে চলে যুদ্ধ মহড়া, রাজারা আঁটে জেতার ফন্দি।
নিঘুম চোখে প্রভাত প্রতীক্ষায়, ডিটেনশন ক্যাম্পে কত বন্দি !
ভাতের বদলে জাত-পাতের চাষ, উনুনে ছড়ায় তীব্র ঝাঁঝে,
আতঙ্কে যত পিলসুজ মরে, বাস্তুহারার বুকে তবু আগমনী বাজে।
মায়ের আবাহনে আবেগী বাঙালির মলিন মুখেও হাসি,
অদূরে কোথাও খেলে কাশফুল, ঝরে শিউলি রাশি রাশি।
এবড়ো-খেবড়ো পথের মতো মনের ক্ষত ঢাকে সহজে,
উঁইপোকারা বেড়ায় লিগ্যাসির খোঁজে, তবু আগমনী বাজে।
হৃদয়ের গহনে হাতড়ে বেড়াই সুখস্মৃতির সেই সহজিয়া পথ।
প্রবাসী সন্তান যখনই ফিরে মায়ের কাছে তখনই শরৎ।
রূপসী আমার গ্রাম বাংলা ধরা দেয় অলীক স্বপ্নমাঝে,
প্রবাসী চোখে মায়ের স্মৃতিতে তবু আগমনী বাজে।

Comments

Popular posts from this blog

#সর্বভুক

শারদ সুজন