জিজীবিষা

 #জিজীবিষা

অবাধ সন্তরণে পাশ কাটিয়ে গেছি সব প্লেকার্ড ধরা মিছিল।
সাতে-পাঁচে না থাকা মজ্জার গভীরে প্রোথিত,
আমার রে-ব্যান কখনো প্রখর খরতাপ দ্যাখেনি,
কিংবা চিল-শকুনের শাণিত চোখের ঝলসানো লোলুপতা;
নিশ্ছিদ্র শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে মনসামঙ্গল শুনি,
বেহুলার বিলাপে তাই আর্তনাদের বদলে পাই শিল্প-নৈপুণ্য।
শীতল-শোণিতের ছোবল নাগাল পায় না আমার,
আমি এইচ-টু-ও, স্বাদ-গন্ধ-বর্ণে জেগে থাকি নিশ্চুপ হয়ে।
বোবা পাণ্ডুলিপির মতো শ্যাওলা ধরা যাপন,
প্রতিটি ভাঁজে ঝরে পড়ে ঘুণে ধরা মনুষ্যত্ব।
অলৌকিক স্বপ্নের বারুদগন্ধে খুঁজি দিনবদলের সুখ,
হৃদয়ের গহনে জলাতঙ্ক আঁকে ইশতেহার।
বুক পোড়া তুষের ধূসর ধোঁয়ায় আচ্ছন্ন বায়ুমণ্ডল,
সিলিন্ডারে অক্সিজেন ফুরিয়ে গেলে দিশেহারা হয় পথ,
অচেনা মুখের কোলাজে ক্রমশঃ দমবন্ধ হয়ে পড়ে কবিতা।
প্রাণপণ চিৎকারে এবার চিতা ছাড়ি...
"দাদা, ও দাদা... একটু প্লাজমা হবে?"

Comments

Popular posts from this blog

তবু আগমনী বাজে..

#সর্বভুক

শারদ সুজন