আইসোলেশন
জংধরা বেঞ্চটিতে এখন আর কেউ বসে না
কত বর্ষা-শরৎ মেখে একে একে চলে যায় হলুদ বিকেল;
অবুঝ শৈশব বেয়ে প্রগলভ আজ শাল-জামরুল,
দরাজ পাতার বুকে সব অন্যান্য গল্প।
পরিচিত সবুজ গন্ধের সিঁড়ি বেয়ে উড়োচিঠি ভাসে,
দু'মুঠো কথার শেষে, 'ভালো থেকো প্রিয়তমাসু'
কত পথ পেরিয়েও টিমটিম জ্বলে সাঁঝবাতি,
ঝিঁঝিপোকার কলরব সারাটা শরীর জুড়ে।
বাঁশপাতার ফাঁকে উঁকিঝুঁকি দেয় শীতমাখা রোদ
ভিজে ঠোঁটের মতো পলি ঘেঁষে সীমান্ত পার হয় নদী;
প্রবাহমান ঘোলা জলে হাতড়ানোর নামই বুঝি জীবন,
স্বপ্নছাড়া রাতের নাম 'আলো' হয়ে থাকে যদি!
হাত-পা ছড়ানো গায়ে উন্মুক্ত হয় ক'জোড়া ঘাসফুল
লোহার হাতল বেয়ে মাটিতে মিশে যায় ধাতব জল;
ক্রমশ আলো কমে আসে দিগন্তের রক্তজবা পথে
আইসোলেশনে হৃদয়, তাই বেঞ্চটি ক্ষয় হতে থাকে, রো-জ-দি-ন..
Comments
Post a Comment