শরৎ
একমুঠো সাদা ভাতের স্বপ্ন ভেজা ভোরে,
বর্ষা শেষে শরৎ আসে।
রঞ্জনদের উঠোনকোণে নিঃশব্দে ঝরে শিউলি,
পথে বিজ্ঞাপন সহ শারদ শুভেচ্ছা।
বাঁশের বেড়া বেয়ে আকাশ ছুঁতে চায় নীলকণ্ঠ,
বাছুরের গলায় টুংটাং ঘণ্টি,
চোখের ওপারে সদ্য পোয়াতি ধানের ক্ষেত,
গাঢ় সবুজ, বীজ ভরা বুক।
সন্ধ্যা প্রদীপের চিবুক বেয়ে হারায় হিমেল হাওয়া
দূরে কাশ-বনঝাউয়ের শরীরে জোনাকির পরব;
চুপকথা আর টিমটিম আলোর ছয়লাপে,
অপার্থিব শরৎ পৌঁছে যায় গ্রহ-নক্ষত্রের সীমানায়।
দিনগুলো কখনো মানব চরিত্রের মতোই জটিল...
ঝরা আষাঢ় শেষে টুকরো মেঘ
থমকে থাকে অর্জুন গাছটির ডগায়;
কখনও বা কাঠফাটা নিঠুর চৈত্র দুপুর
অথচ দিনশেষে কুয়াশার আস্তরণে
দূরের পাহাড় ধূসর হয় আরও...
ঠিক রঞ্জনদের যাপন-স্রোতের মতো।
Comments
Post a Comment