সুখধাম
#সুখধাম
দুটো ছোট স্পিডব্রেকার ছেড়ে গেট পেরোতে গিয়ে নীল রঙের ফিয়াট এভেঞ্চুরাতে কষে ব্রেক ধরলো অয়ন সান্যাল। বুড়ো লোকটা তাড়াতাড়ি সামনে থেকে সরতে গিয়ে পড়ে গেছে।
ঝাঁকুনিতে হাতের এন্ড্রয়েড পড়ে যাওয়ায় সামনের সিটে স্ত্রী বিদিতা তেঁতে উঠলো। পিছনে জার্মান শেফার্ডটাও ঘেউ ঘেউ করে উঠল।
--দেখতেও পায় না নাকি?! হাউ ডিসগাস্টিং!
ভীষণ ব্যস্ততা থাকায় গত মাসে আর সময় হয়নি আসার। গতকাল বিকেলে একটা কল পাওয়ায় আসা...
"হ্যালো.. অয়নবাবু বলছেন? সুখধাম বৃদ্ধাশ্রম থেকে বলছি। আপনার মা অরুনিমা দেবী খুব অসুস্থ। সম্ভব হলে একবার আসবেন।"
Comments
Post a Comment