বর্ষা ও নদী
।।তৃণময় সেন।।
নদীর কাছে ঘোলা রঙটা আসলে কৈশোর;
বয়ঃসন্ধির ধারাপাত
উচাটন মনে উদ্ভ্রান্তের মতো ছুটে চলা
কোনো উদ্দেশ্যবিহীন বন্ধুর পথ।
অজানা পাহাড়ের বুক বেয়ে
নেমে আসে রাশি রাশি ঘোলা জল
সবুজ জাঁই বাঁশের শেকড় ঋদ্ধ করে
ছাড়িয়ে নেয় একমুঠো মৃত্তিকা।
আমার শ্মশান হবে ঠিক এরকমই একটা শান্ত নদীর তীরে
স্বভাবশোভা কুশিয়ারা কিংবা হারাং
আমার পিতামহীর চরণ স্পর্শে
শুয়ে থাকবো চির বিস্মরণে
কানে বাজবে নদীর কুলুকুলু আহিরি রাগ।
যেখানে যাযাবর মেঘের আদরে আলতো শেল
হৃদয়ঙ্গম করে নকশি কাঁথার সবুজ, প্রতিটা বর্ষায়।
সেই চিরপরিচিত সহজিয়া প্রান্তরে
ইচ্ছে হয় শুয়ে থাকি আলোকবর্ষ ধরে।
Comments
Post a Comment