স্বপ্নভোর

 #স্বপ্নভোর

ইতিউতি টুকরো মেঘের ঠিক নিচে
ক'জোড়া দীঘল শান্ত চোখ;
সবুজে ঢাকা পায়ের পাতা
পেটে খিদে, নেই স্রষ্টার প্রতি কোনো অভিযোগ।
নিঠুর আসমান-জমিনের রূপকথা,
ধোঁয়ার শহরে বাজে ঢাক-বাদ্যির উপহাস;
মেদহীন গায়ের জামায় অসংখ্য ছিদ্র,
পড়ন্ত বেলায় দীর্ঘতর ছায়ার প্রতিভাস।
ঠিক ক'ফোঁটা রক্ত-ঘামে ভেজে লাঙল!
প্রকৃতির খামখেয়ালিপনা কাটিয়ে আবাদ হয় জমি;
ক্লান্ত শরীর থমকে যায় কখন,
ভুবন ডাঙার আকাশ হিসেব রাখেনি।
তবুও একমুঠো অমোঘ আশায়
জাগে দু'চোখ, সবুজে সোনালী আভা;
কাশ-শিউলির সফেদ মন কাড়ে না,
সাদা ভাতের স্বপ্নে কত রাতজাগা।

Comments

Popular posts from this blog

তবু আগমনী বাজে..

#সর্বভুক

শারদ সুজন