ঊনিশের সকাল ও তিন্নি

 #ঊনিশের_সকাল_ও_তিন্নি

।।তৃণময় সেন।।
থ্যাঙ্ক গড! এগারো মুখওয়ালা ফটোটা গুগলে পাওয়ায় বাঁচা গেছে। শিলচর রেলস্টেশনের দু'টো ফটো আর এই একটা নিয়ে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগিয়ে দেয় তিন্নি। ঊনিশে-একুশে-পঁচিশের দিনগুলোতে ভয়ে ভয়ে স্ট্যাটাস আপডেট করে সে। গুগল বাবাকে ভরসা নেই, কখন যে কি দেখায়! তবে আজকের দিনটিতে টেনশন একটু কম; মুখে ঘেরা ফটোটা আজকের দিনকেই ইঙ্গিত করে, তিন্নি ড্যাম শিওর। তাই ভাষার অদক্ষতাকে তোয়াক্কা না করেই ফটো নির্বাচন করতে পেরেছে।
এবার ব্রেকফাস্ট সেরে নিয়ে বন্ধুদের সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপারে ভিডিও কলে আলোচনা করতে হবে।
বিষয় - "টিকটক বনাম ইউটিউব"

Comments

Popular posts from this blog

তবু আগমনী বাজে..

#সর্বভুক

শারদ সুজন