হাতছানি
হাতছানি
।।তৃণময় সেন।।
মনকেমনের অবেলায় দিশেহারা হলেই
সরসীর বুকে সমর্পিত হয় আকাশ
দূরের বড়াইলেও তখন ফোটে না প্রাণের স্পন্দন
ঝাপসা গায়ে বিষণ্ণতারা দেয় সাড়া।
সবুজ মাখে আঁধারের তেতো গন্ধ
সায়াহ্ন নামে ঝিঁঝিঁর অবিরাম ডাকে
বিহঙ্গের ডানায় ভর করে শাশ্বত হাতচিঠি
ঘন তিমির পেরিয়ে পৌঁছেই যাবে সকালের কাছে।
হৃদয়ের খবর কেউ কি রাখে?
গেরুয়া পরতের গহীনে তারও তো আছে টলমলে মন
ক'জনই বা পারে নদী হয়ে সমুদ্রে মিশে যেতে
সরের আড়াল থেকে অভিমানের বাষ্পে সমাপন।
একগুঁয়েমির ব্যুহে রক্ত ঝরে চোখে
অনল আঁচে সে ভুলে যায় ডাকনাম
অথচ হাত বাড়ালেই ছিল জিয়ন কাঠির ছোঁয়া
নশ্বর প্রেম এভাবে অলক্ষ্যেই অমর হয়ে যায়।
Comments
Post a Comment