সবুজের গান

।। তৃণময় সেন ।।

 ঠিক এমনই কোনো চরাচরে

সাদা মেঘের আড়াল থেকে নেমে আসেন ঈশ্বরী
আর একটা তীব্র রৌদ্র সফর শেষে
নূপুর পায়ে ষোড়শী হয়ে যান।
তার জলনূপুরের ছন্দে বিস্মৃত হয় আকাশ
ভুলে যায় ঝরাপাতার নিবিড় সঙ্গোপন
বাঁশপাতার শনশন আর ধবল মেঘের আহবানে
উচ্চারিত হয় বর্ষামঙ্গল।
বিমুগ্ধ পাহাড় মেলে ধরে অঙ্গ-শোভা
এলোকেশী ঈশ্বরীর ঘুম-ভাঙানিয়া সুরে
ভোকাট্টা হয়ে ফিরে আসে দখিনা বাতাস
অম্লান ডাহুকের সন্তরণে আলসে হয় দুপুর।
সাপ-লুডো, সিঁড়িভাঙার জীবনে
বর্ষা-বসন্তে নেই তফাৎ
চাহিদার অভিঘাতে সব রঙই হয়েছে ধূসর
সবুজের ছোঁয়ায় তাই মৃত কবি আজ জাতিস্মর।

Comments

Popular posts from this blog

তবু আগমনী বাজে..

#সর্বভুক

শারদ সুজন