নেচার এন্ড হিউমেন

নেচার এন্ড হিউমেন
||তৃণময় সেন||
- isn't it a good one?
- oh wow, its too good!! Rishu..you should post these on Instagram.
ক্যামেরার স্ক্রিনে চোখ রেখেই বলল ইমন। ঋশুর সহপাঠী ছাড়াও সবচেয়ে প্রিয় বন্ধু। ঋশু একের পর এক দেখিয়েই যাচ্ছে গতকালকের ওর সেরা শটগুলো.. উচ্চমাধ্যমিকে ভাল ফল করায় বাবা উপহার দিয়েছিল নিকনের এই দামি ডিএসএলআরটি। সেটা নিয়ে বেরিয়ে পড়েছিল গতকাল বিকেলে। রোডের পাশে ঘুপচিগুলো দেখে হঠাৎ মাথায় ফটোগ্রাফির নতুন একটা থিম মাথায় এসেছিল.. "নেচার এন্ড হিউমেন"
আজকে খুব খুশি বছর নয়-য়ের রাজু। একে তো সকালে রেস্টুরেন্টের বাইরে বেশিক্ষন দাঁড়াতে হয়নি.. খাঁকি শার্টওয়ালা দাদুটা একটা পলিথিন ব্যাগ ভরে বাসি বিরিয়ানি দিয়েছে। নবরাত্রি শুরু হয়ে যাওয়ায় কালকে এগুলো বিক্রি হয়নি। তারপর গতকাল ক্যামেরাওয়ালা ভাইয়াটা ওদের ফটো তুলেছে আর চকচকে দুটো পঞ্চাশ টাকার নোটও দিয়েছে। আজ আর পাঁচ ভাইবোন মিলে ওখলা লালবাতির স্টপেজটাতে ভিক্ষে করতে যেতে হবে না। দিল্লিতে গরম বাড়ছে তো, বেশিক্ষন দাঁড়িয়ে থাকলে পায়ে বড্ড লাগে। রাতে ঘুম আসে না।

Comments

Popular posts from this blog

তবু আগমনী বাজে..

#সর্বভুক

শারদ সুজন