রিজার্ভেশন

রিজার্ভেশন
||তৃণময় সেন||
- জারা দূর হটকে ব্যাঠ... উচ্চকোটি কে ব্রাহ্মণ হ্যা হাম!
পাশের বগিতে আওয়াজ শুনে মোবাইল স্কিন থেকে ঘাড় ফেরায় শশাঙ্ক। সমাজে এই ভেদাভেদ কবে যে মিটবে... ও নিজেও ভাল ব্রাহ্মণ কিন্তু কোনদিন কাউকে ছোট বলে দেখতে বা ভাবতে পারেনি। আর দিল্লীতে থেকে পড়াশুনা করে বড় হওয়া ছেলে এরকম যে হবে তা-ই স্বাভাবিক। নামখানিই শুধুমাত্র একটু ভারী গোছের, শশাঙ্ক শেখর ত্রিপাঠী।
দুনিয়াটা কত এগিয়ে গেছে কিন্তু আমরা এগোলাম না... লোয়ার সিটে পশ্চাদদেশের দুই-তৃতীয়াংশ ম্যানেজ করে ফের মোবাইলে ডুবে যায় শশাঙ্ক। বারবার রিফ্রেশ করার পর পেজটা খোলার মিনিট দুয়েকের মধ্যেই নিরাশ হয়ে পড়ে ... এবারও ইউপিএসসি ক্লিয়ার করা হল না! জেনারেল ক্যাটাগরি তো, ছয় মার্কের জন্য আটকে গেছে। এসসি/এসটি হলে এই মার্কেই উতরে যেত।
দূর থেকে টিটিই কে দেখে এবার দাঁড়িয়ে পড়ে শশাঙ্ক। নালিশ করতে হবে... ওর রিজার্ভেশন সিটে আরও পাঁচজন বসে গেছে। মানা করলেও শুনছেনা। উল্টে বলছে লোয়ার সিটে রিজার্ভেশন নাকি শুধু রাতের বেলা প্রযোজ্য। দিনে সবাইকে বসতে দিতে হয়!

Comments

Popular posts from this blog

তবু আগমনী বাজে..

#সর্বভুক

শারদ সুজন