রিস্ক

।।তৃণময় সেন।।
একে দুই মাস ধরে টিউশন বন্ধ, তার ওপর গতকালকে মোবাইলের রিচার্জ শেষ হয়েছে। ফেসবুকে আজকাল এতো কবিতা, গল্প, গানের আসর বসে, সব মিস হয়ে গেলো! নীরস মনে ঘর থেকে বেরিয়ে এক লিটার সাদা তেল আর দু'কিলো আলু নিয়ে আসে চয়ন।
বিছানার নিচে পাঁচশ টাকার শেষ দুটো নোট গড়াগড়ি করছে। রিচার্জ করাটা রিস্ক হয়ে যেত।

Comments

Popular posts from this blog

তবু আগমনী বাজে..

#সর্বভুক

শারদ সুজন